34 C
Kolkata
34 C
Kolkata
রবিবার, মার্চ 26, 2023

টি ট্রি অইল এর উপকারিতা

টি ট্রি অইল

  • হাতে – পায়ে কোথাও ফুসকুড়ি বেরোলে সেখানে অলিভ অইল সঙ্গে টি ট্রি অইল মিশিয়ে লাগাতে পার । এতে ফুসকুড়ি তো কমবেই, সঙ্গে ইনফেকশানও কমে যাবে।

এ তো গেল অ্যান্টি বেক্টিরিয়াল হোম রেমেডি। কিন্তু ফাঙ্গেল ইনফেকশান যাতে না হয়, বাজে ব্যাকটিরিয়া যাতে তোমার শরীরে বাসা বাঁধতে না পারে, তাই আগে সাবধান হতে পারো।।।

  • প্রটিতদিনি স্নানের পর ভাল করে গা মুছে, শুকিয়ে তবে জামা পরবে। গায়ে জল শুকালে ব্যাকটিরিয়া বা ফাঙ্গাস এক্টিভ হয়ে ওঠে ।
  • প্রতিদিন স্নানের সময় অ্যান্টিসেপটিক সাবান ব্যবহার করতে হবে । মাঝে মাঝে ১টা গোটা লেবু জলের মধ্যে দিয়ে স্নান করলে ঘামের গন্ধ কেটে যায় ।।
  • টাইট জামা পরবেনা , হালকা জামা পরবে যাতে ঘাম গায় না বসে।
  • জুতো পরার আগে পাউডার দিয়ে নেবে, সময় পেলে জুতো মাঝে মধ্যে খুলে রাখবে।

  • সারাদিন রাস্তায় বা কলেজে বেরলে বাড়ি এসে অন্তর্বাস ও জামা পালটে ফেলবে ।

মোটামুটি এই বিষয় গুলো মাথায় রাখলে ব্যাকটেরিয়াল ও ফাঙ্গাস ইনফেকশানের মোকাবিলা করতে পারবে খুব সহজেই ।।

 

 

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.