নজরে নন্দীগ্রাম ৩৫৫ টি বুথে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ২২টি কুইক রেসপন্স টিম,
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ দ্বিতীয় দফায় রাজ্যের ৩০ টি আসনে ১৭১ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হতে চলেছে। বাঁকুড়ার ৮ টি কেন্দ্রে, পূর্ব মেদিনীপুরের ৯ টি কেন্দ্রে, ও দক্ষিণ ২৪ পরগনার ৪ আসনে ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে। এই সমস্ত জেলার ভোটের মধ্যে নিঃসন্দেহে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ভোটের ডুয়েল বড় আকার নিয়েছে। হাইভোল্টেজ লড়াই নন্দীগ্রামে।
গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর,খড়গপুর সদর, নারায়ণগড় সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল , চন্দ্রকোনা, কেশপুরে ভোট আজ ১ এপ্রিল। বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী, তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না,নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর।
যে ভিভিআইপি আসনে মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একসময় তাঁরই সেনাপতি শুভেন্দু অধিকারী। ফলে বাংলার সীমানা ছাড়িয়ে সারাদেশের নজরেই আছে নন্দীগ্রামে। আজ (বৃহস্পতিবার) ।
নন্দীগ্রাম ছাড়াও বাংলার চার জেলার ২৯ টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। সবমিলিয়ে দ্বিতীয় দফায় রাজ্যের ৩০ টি আসনে ১৭১ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা চলছে।
শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচনের লক্ষ্যে নন্দীগ্রামের ৩৫৫ টি বুথে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বিধানসভা কেন্দ্রের সর্বত্র জারি করা হয়েছে ১৪৪ ধারা। ইতিমধ্যে আইপিএস অফিসার প্রবীণ ত্রিপাঠীকে পূর্ব মেদিনীপুরে পাঠানো হয়েছে।
ভোটগ্রহণের আগেই নন্দীগ্রামকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। খেয়া, সড়কপথ সর্বত্র কড়া নজরদারি চলছে। নন্দীগ্রামে ঢোকা ও বাইরে যাওয়ার প্রতিটি পয়েন্টে নাকা চেকিং চলছে। নন্দীগ্রামের জন্য একজন সাধারণ পর্যবেক্ষক এবং একজন পুলিশ পর্যবেক্ষক পাঠানো হয়েছে। কমপক্ষে ৭৫ শতাংশ বুথে ওয়েবকাস্টিং হবে। ২২ টি কুইক রেসপন্স টিম থাকবে।