ফের বিধ্বংসী আগুন শহরে।আগুন লেগেছে স্ট্র্যান্ড রোডে। এলাকার একটি বহুতলে লেগেছে আগুন। পূর্ব রেলের সদর দপ্তরও অগ্নিকান্ডের কবলে। ৬টা ১০ নাগাদ এখানে আগুন লাগে ওই বিল্ডিংয়ে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। আগুন লেগেছে বহুতলের ১৩ তলায়। আগুন নেভানোর জন্য আনা হয়েছে ল্যাডার। বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে স্ট্যান্ড রোড।