বেলা সাড়ে এগারোটা পর্যন্ত চার জেলার ৩০ টি আসনে মোট ভোট পড়েছে ৩৭.৪২%,নন্দীগ্রামে ৩৪.১২%
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ করোনার সেকেন্ড ওয়েভ মাথাচাড়া দেওয়ার মধ্যেই আজ বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন চলছে। চারটি জেলার মোট ৩০ টি আসনে চলছে ভোট।
বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় রাজ্যের ৪ জেলায় ভোটগ্রহণ শুরু হতেই বিক্ষিপ্ত অশান্তি দেখা দিয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওই জেলাগুলির ৩০টি আসনে মোট ৩৭.৪২ শতাংশ ভোট পড়েছে।সাড়ে ১১টা পর্যন্ত নন্দীগ্রামে ভোট পড়ল ৩৪.১২ শতাংশ।
বৃহস্পতিবার ভোট হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সকাল ৭টা ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সাড়ে ১১টা পর্যন্ত পূর্ব মেদিনীপুরে ৩৮.২৭, পশ্চিম মেদিনীপুরে ৪১.৪৯, বাঁকুড়ায় ৩৬.৯২ এবং দক্ষিণ ২৪ পরগনায় ২৭.০৫ শতাংশ ভোট পড়েছে।