মাস্ক ছাড়া পাতাল প্রবেশ করলেই এবার ২০০ টাকা জরিমানা
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ দেশে শুরু হয়ে গিয়েছে করোনার সেকেন্ড ওয়েভ। মহারাষ্ট্র সহ দেশের বেশ কিছু রাজ্যে সংক্রমণের গ্রাফ বেশ ঊর্ধ্বমুখী। এই রাজ্যেও পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ।
এমতাবস্থায় সংক্রমণ ঠেকাতে মাস্ক বাধ্যতামূলক করল মেট্রোরেল। সংক্রমন ঠেকাতে এখনও মেট্রোতে টোকেন চালু হয়নি। স্মার্ট কার্ডেই চলছে যাতায়াত।
করোনা ঠেকাতে তাই আরও কড়া পদক্ষেপ নিল মেট্রো কর্তৃপক্ষ। এবার মাস্ক ছাড়া কেউ মেট্রোয় উঠলেই, তাঁকে জরিমানা বাবদ সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত গুণতে হতে পারে। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। বাদ নেই এরাজ্যও। ভাইরাস রুখতে শুরু থেকেই চিকিৎসকরা মাস্ক ব্যাবহারের ওপর জোর দিয়ে আসছেন। কিন্তু আনলক পর্বের পর মাস্ক ব্যবহারই করছেন না—অধিকাংশ মানুষ বলে অভিযোগ উঠেছে। তাছাড়াও সেই থেকেই রাস্তা ঘাটে মানু্ষকে মাস্ক ছাড়াই ঘুরতে দেখা গিয়েছে।