মৃত পরিজনের ছবি ঘরের দেওয়ালে যেখানে সেখানে টাঙিয়ে রাখা উচিত নয় । আপনি যদি বাস্তুশাস্ত্র মেনে থাকেন তাহলে কয়েকটি জিনিস মেনে চলা উচিত।নাহলে ক্ষতি হতে পারে আপনার জীবনে।
১। বাস্তু বিশেষজ্ঞদের মতে মৃত পরিজনের ছবি ঠাকুর ঘরে ঠাকুরের সঙ্গে একই আসনে রেখে পুজো করা উচিত নয় । বাড়িতে অশুভ শক্তির মাত্রা বৃদ্ধি পায় । একের পর এক খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যায় বেড়ে।
২.. শোওয়ার ঘরে মৃত পরিজনের ছবি রাখতে নেই । নেগেটিভ শক্তি বেড়ে যায় । বাড়ির অন্যান্য সদস্যদের প্রাণহানির আশঙ্কা থাকে। এমনকি খারাপ স্বপ্ন দেখার প্রবণতাও বেড়ে যেতে পারে।
৩. দক্ষিণ-পশ্চিম দিকে এমন ছবি রাখলে পরিবারে অশান্তির আশঙ্কা বেড়ে যায় । এমনকি ডিভোর্সের সম্ভাবনাও হতে পারে।
৪. বাড়ির মাঝামাঝি মৃত পরিজনের ছবি রাখলে ঘরে নাকারাত্মক শক্তি বাড়তে শুরু করে। যার প্রভাবে অমঙ্গল হওয়ার আশঙ্কা বাড়ে । পরিবারে হঠাৎ করে করে কারও মৃত্যু ঘটারও আশঙ্কা থাকে ।
মৃত মানুষদের ছবি রাখুন এই স্থানে :
বাস্তু বিশেষজ্ঞদের মতে , বাড়ির উত্তর-পূর্ব অংশে এমন ছবি রাখলে কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না । বরং আশীর্বাদ লাভ করার সম্ভব হয় । তবে সেদিকে যেন ঠাকুর ঘর না থাকে।
৩. বাড়ির উত্তর দিকে মৃত মানুষদের ছবি রাখার জন্য ব্যবহার করা পারে। প্রসঙ্গত,বাড়ির উত্তর দিকে যেন ঠাকুর ঘর না থাকে ।