হাওড়ার রামরাজাতলা বাজারে রমরমিয়ে বিকচ্ছে নন্দিগ্রামের ধাক্কা পটল

0
516

বাংলার ভোটরঙ্গও জমে উঠেছে। হাওড়ার রামরাজাতলায় সান্ধ্য বাজারে রমরমিয়ে বিকচ্ছে ” ধাক্কা পটল”। জানতে চাইলাম “দাদা “ধাক্কা পটল” বিষয়টা একটু জানাবেন। সপাট জবাব ” এটা নন্দীগ্রাম থেকে এসেছে, দিদি ধাক্কা খাওয়ার পর তাই ধাক্কা পটল “। বোঝা গেল সবুজ পটলেও লেগেছে রাজনৈতিক রং

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.