কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ আগামী ২৭ শে মার্চ রাজ্যে প্রথম দফার নির্বাচন। এবার ২০২১ এর রাজ্য বিধানসভার নির্বাচন হবে মোট আট দফায়। কমিশন সূত্রে জানা যাচ্ছে ভোটগ্রহণ কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে থাকবে শুধু কেন্দ্রীয় বাহিনী।
আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার প্রতিটি বুথ থেকে ১০০ মিটারের বাইরে রাখা হবে রাজ্য পুলিশকে। বুথের ১০০ মিটারের মধ্যে রাজ্য পুলিশের কর্মীরা ঢুকতে পারবেন না। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে এমনটাই সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে। ২১ এর বিধানসভা নির্বাচনে একমাত্র পশ্চিমবঙ্গে আটদফায় নির্বাচন হবে। ২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভা নির্বাচনও হবে একদিনে।
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট ২৭ মার্চ। এই দফায় ভোট হবে ৩০টি আসনে। দ্বিতীয় দফার ভোট ১ এপ্রিল। ৩০টি আসনে হবে ভোট গ্রহণ। তৃতীয় দফায় ৬ এপ্রিল ৩১ টি আসনে ভোট হবে। চতুর্থ দফায় ১০ এপ্রিল ৪৪টি আসনে ভোটগ্রহণ হবে। পঞ্চম দফায় ৪৫টি আসনে ভোট হবে ১৭ এপ্রিল। ষষ্ঠ দফায় ভোট হবে ২২ এপ্রিল। সপ্তম দফায় ভোট গ্রহণ হবে ২৬ এপ্রিল ও অষ্টম তথা শেষ দফায় ভোট হবে ২৯ এপ্রিল।