তিন জেলার ৩১ টি আসনে তৃতীয় দফার নির্বাচন, সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়েছে ১৪.৬২%
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণ রয়েছে ভোটগ্রহণ পর্ব। উৎসবের মেজাজে নাগরিক অধিকার প্রয়োগ করছেন সাধারণ মানুষ। সকাল সকাল সকাল সাধারণ মানুষকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের ৩ জেলার ৩১টি কেন্দ্রে সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। হাওড়া ও হুগলিতে এটাই প্রথম দফার ভোটগ্রহণ। সকাল ৯টা পর্যন্ত ৩ জেলায় মোট ভোট পড়েছে ১৪.৬২%।
হাওড়ার ৭টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৫.৫২ শতাংশ। হুগলির ৮টি আসনে ১৭.৩৫ শতাংশ ভোট পড়েছে। ১২.৮১ শতাংশ ভোট পড়েছে দক্ষিণ ২৪ পরগনায়। ওই জেলার ১৬টি আসনে চলছে ভোটগ্রহণ।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোট পড়েছে হুগলিতে ১৭.২১%। হাওড়াতে ১৫.৫৩%। দক্ষিণ ২৪ পরগনাতে ১২.৮৯%।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তৃতীয় দফায় নির্বাচনে ভোটগ্রহণ হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৩১টি কেন্দ্রে। দক্ষিণ ২৪ পরিগনার বাসন্তী, কুলতলি, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর। হুগলির খানাকুল, জাঙ্গিপাড়া, গোঘাট, হরিপাল, আরামবাগ, ধনেখালি, পুরশুড়া, তারকেশ্বরে হবে ভোটগ্রহণ। হাওড়ায় ভোটগ্রহণ হবে উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, বাগনান, শ্যামপুর, আমতা।