34 C
Kolkata
34 C
Kolkata
বুধবার, মার্চ 29, 2023

কর্ণাটকে ঘোষিত হল ১৪ দিনের সম্পূর্ণ লকডাউন

কর্ণাটকে ঘোষিত হল ১৪ দিনের সম্পূর্ণ লকডাউন

 

কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ লাগামহীন সংক্রমণ, কোন ভাবেই নিয়ন্ত্রণে আসছেনা করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা। শেষ পর্যন্ত ১৪ দিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল কর্ণাটক। ২৭ এপ্রিল রাত ৯টা থেকে ১৪ দিনের লকডাউন জারি করা হবে রাজ্যে। ছাড় দেওয়া হবে কেবল জরুরি পরিষেবার ক্ষেত্রে।

মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানিয়েছেন , আগামিকাল রাত নটা থেকে এই কার্ফু জারি হবে। আগামী ১৪ দিন জারি থাকবে লকডাউন। অত্যাবশ্যকীয় পরিষেবাগুলি কেবল সকাল ৬টা থেকে ১০টা অবধিই পাওয়া যাবে। তারপর সমস্ত দোকান বন্ধ করে দিতে হবে। বন্ধ থাকবে সমস্ত গণপরিবহন ব্যবস্থাও। একমাত্র নির্মাণকার্য, উৎপাদন ও কৃষিকাজের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন দিল্লি এবং মহারাষ্ট্রের থেকেও কর্ণাটকের অবস্থা আরও খারাপ। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪ দিনের লকডাউন ছাড়া অন্য কোনও উপায় নেই।

উল্লেখ্য কর্ণাটকে একদিনে আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ৮০৪ জন। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ৩৯ হাজার ২০১ জন। এরাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৬২ হাজার ১৬২ জন। ব্যাঙ্গালুরুর পরিস্থিতি খুবই মুম্বইয়ের থেকেও খারাপ। অ্যাক্টিভ কেসের নিরিখে বেঙ্গালুরু পিছনে ফেলেছে মুম্বইকে।

 

 

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.