34 C
Kolkata
34 C
Kolkata
রবিবার, মার্চ 26, 2023

১৫ জুন পর্যন্ত রাজ্যে বাড়ল কোভিড বিধিনিষেধ, ঘোষণা মুখ্যমন্ত্রীর ।

করোনা সংক্রমণের (coronavirus) শৃঙ্খল ভাঙতেই বিধিনিষেধ মেয়াদ আরও ১৫ দিন বাড়াল রাজ্য সরকার। অর্থাৎ আগামী ১৫ জুন পর্যন্ত বাংলায় কড়া বিধিনিষেধ জারি থাকবে। বৃহস্পতিবার বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ কেউ একে কার্যত লকডাউন আখ্যা দিয়েছে। কিন্তু একে লকডাউনের বদলে কোভিড বিধিনিষেধ বলতেই বেশি স্বচ্ছন্দ মুখ্যমন্ত্রী। এখনকার নিয়মেই বাজার-দোকান বন্ধ থাকবে। তবে শিল্পক্ষেত্রে বেশ কিছু ছাড় দিলেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে নিম্নমুখী রাজ্যের করোনা গ্রাফ। বুধবার স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৬,২২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ সোমবার সেই সংখ্যাটা ছিল ১৭,০০৫। এই নিয়ে পর পর ২ দিন ৮০০ করে কমল দৈনিক সংক্রমণ৷ এদিকে, দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা৷ গত ২৪ পরগণায় নতুন করে ৩,৪২৭ জন  এই জেলায় আক্রান্ত হয়েছে। দ্বিতীয় স্থানে কলকাতা। এখানকার করোনা গ্রাফ কিছুটা নিম্নমুখী৷ একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ২,৩৭৮ জন।  তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। এখানে একদিনে সংক্রমিত সেখানকার ১,১৫৪ জন।  রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩,১৮,২০৩।

এদিকে, চিকিৎসকরা রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁরা বলেছেন, ‘লকডাউন কার্যকর হওয়ার পর থেকে আমরা রাজ্যের করোনা গ্রাফে একটা অধঃপতন দেখেছি। এই ধারা চলতে থাকলে আগামি দুই সপ্তাহে আরও কমবে গ্রাফ। তাই এই মুহূর্তেই আবার বাজার সচল করে দিলে ফের সংক্রমণ হাতের বাইরে চলে যাবে।‘

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.