পয়লা মে রাজ্যে শুরু হলোনা ১৮ উর্ধ্বদের টীকা প্রদান
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ ২৮ শে এপ্রিল আঠেরো উর্ধ্বদের টীকার জন্য শুরু হয় রেজিষ্ট্রেশন। বিকেল চারটে থেকে রেজিষ্ট্রেশন শুরু হওয়ার পর থেকেই বোঝা গিয়েছিল চাহিদার বিষয়টি। টীকা মিলবে কিনা সেই আশংকাও ছিল। সেই আশংকাকে সত্যি করে রাজ্যে ১ লা মে শুরুই হলোনা ১৮ উর্ধ্বদের টীকা প্রদানের কর্মসূচি।
পর্যাপ্ত ভ্যাকসিনের জোগান নেই। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, দুই প্রস্তুতকারী সংস্থা কাছে টিকার ২ কোটি ডোজ চেয়ে পাঠানো হয়েছে। কিন্তু সেই ভ্যাকসিন কবে আসবে, তা এখনই বলা যাচ্ছে না। জানা যাচ্ছে মাসখানেক আগেও এই পরিমান চাহিদা ছিলনা। করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে যত বেড়েছে সংক্রমণ, ততই চাহিদা বেড়েছে টীকার।