কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ এবার আট দফায় হতে চলেছে ২১ এর রাজ্য বিধানসভা নির্বাচন। সেই নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ নিয়ে রাজ্যে প্রথম দফার ভোটের আগেই আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।
আগামী ২৩শে মার্চ মুখ্য নির্বাচনী কমিশনার সুনীল অরোরার নেতৃত্বে রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। তবে দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গে এবার পা রাখবে কমিশনের ফুল বেঞ্চ। উত্তরবঙ্গের জেলা প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক করবেন কমিশনের ফুল বেঞ্চের সদস্যরা।
পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলির প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তাঁরা ভিডিও কনফারেন্সে বৈঠক করতে পারেন বলে খবর। চারদিন ধরে বাংলার ভোটের অবস্থা খুঁটিয়ে দেখে ২৮ তারিখ কমিশনের সদস্যদের দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে। একেবারে ভোটের মুখে ফুল বেঞ্চের বাংলা সফর রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।