একদিনে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,১৭,৩৫৩। একদিনে মারা গিয়েছেন ১,১৮৫ জন। দেশের ১০ রাজ্যের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই ১৫ দিনের জনতা কার্ফু ঘোষণা করেছে। একাধিক শহরে জারি হয়েছে করোনা কার্ফু।তার উপরে একাধিক হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। পাওয়া যাচ্ছে না বেডও। বাংলা তেও ভোটের বাজারে আক্রান্তের সংখ্যা বাড়ছে দ্রুত গতিতে।
বিশেষজ্ঞরা ভাইরাসের গতিবিধি এবং দেশের অবস্থা পর্যবেক্ষণ করে বলছেন ২য় ওয়েভ আরো বেশি শঙ্কা এবং দুশ্চিন্তার
জেনে নিন সাধারণ উপসর্গ গুলি
★ জ্বর
★ শুকনো কাশি
★ ক্লান্তিভাব
★ কম সাধারণ উপসর্গসমূহ:
★ ব্যথা ও যন্ত্রণা
★ গলা ব্যথা
★ ডায়রিয়া
★ কনজাংটিভাইটিস
★ মাথা ব্যথা
★ স্বাদ বা গন্ধ না পাওয়া
★ ত্বকে ফুসকুড়ি ওঠা বা আঙুল বা পায়ের পাতা ফ্যাকাসে হয়ে যাওয়া
গুরুতর উপসর্গ গুলি
★ শ্বাস নিতে অসুবিধা বা প্রবল শ্বাসকষ্ট হওয়া
★ বুক ব্যথা বা বুকে চাপ অনুভব করা
★ কথা বলার বা হাঁটাচলার শক্তি হারানো
আপনার গুরুতর উপসর্গগুলি দেখা গেলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।
নিজের পরিবার ও নিজেকে কিভাবে বাঁচাবেন
★ দু’ঘন্টা পর পর ভালো করে হাত ধোয়ার অভ্যাস করুন, ধোয়ার সময় অবশ্যই সাবান ব্যবহার করবেন।
★ জনবহুল স্থান এড়িয়ে চলুন, মাস্ক ব্যবহার করুন, দুরত্ব বজায় রাখুন
★ অপ্রয়োজনে বাইরে না বেরোনই ভালো, বেরোলে স্যানেটাইজার সাথে রাখুন, বাড়িতে ঢোকার পর জামাকাপড় বদলে ফেলুন