27 C
Kolkata
27 C
Kolkata
শনিবার, মার্চ 25, 2023

তিনটি দেশে নিষিদ্ধ হয়ে গেল অক্ষয়কুমারের সাম্প্রতিক সিনেমা ‘ বেলবটম ‘

কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ

অক্ষয়কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ বেল বটম ‘ মুক্তি পেয়েছে সম্প্রতি । কিন্তু থ্রিলার ঘরানার এই সিনেমাকে নিষিদ্ধ করেছে মধ্যপ্রাচ্যের তিনটি দেশ ।কোভিড পরিস্থিতির মধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বেল বটম’ ।ভারত ছাড়াও বিশ্বের দুই শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পয় এই সিনেমা । কিন্তু সৌদি আরব , কুয়েত ও কাতার সিনেমাটি প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে ।

আশির দশকে একটি বিমান অপহরণের ঘটনা নিয়ে তৈরী হয়েছে ‘বেল বটম ‘ সিনেমার গল্প ।ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে , সিনেমায় উল্লেখিত তিনটি দেশ ইতিহাস বিকৃতির অভিযোগে সিনেমাটির প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে ।এ প্রসঙ্গে একটি সূত্রে জানা গিয়েছে ,’ বেল বটম ‘ সিনেমার দ্বিতীয় ভাগে দেখানো হয়েছে লাহোর থেকে বিমান অপহরণ করে দুবাই য়ে নিয়ে যাওয়া হয়েছে ।কিন্তু প্রকৃত ঘটনা যেটি ১৯৮৪ সালে ঘটেছিল সেটি হল , আরব আমিরশাহিতে প্রতিরক্ষামন্ত্রী শেখ মহম্মদ বিন রশিদ আল মাক্তুম নিজ উদ্যোগে পরিস্থিতি সামাল দিয়েছিলেন এবং আরব আমিরশাহি কর্তৃপক্ষ বিমান ছিনতাইকারীদের ধরেছিলেন ।

যদিও ‘ বেল বটম ‘ সিনেমার গল্পের দেখানো হয় অক্ষয়ের চরিত্র টি এই অভিযানের সকল দায়িত্ব পালন করেন ,আর সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষামন্ত্রক কর্তৃপক্ষ বিষয়টির কিছুই জানেন না ।সূত্রের খবর , মধ্যপ্রাচ্যের সেন্সর বোর্ড বিষযটি নিয়ে আপত্তি তোলার জোরালো সম্ভাবনা রয়েছে । এজন্যে সেখানে সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে ।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.