কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ ঘোষিত হল ৬৭ তম জাতীয় পুরষ্কার। তাঁর পার্থিব শরীর না থাকলেও সুশান্ত সিং রাজপুত অভিনীত ছিছোড়ে সেরা চলচ্চিত্রের শিরোপা পেয়েছে।
পাশাপাশি ‘মনিকর্ণিকা’ এবং ‘পাঙ্গা’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারে সম্মানিত হলেন কঙ্গনা রানাওয়াত। অন্যদিকে সেরা অভিনেতার শিরোপা পেলেন মনোজ বাজপেয়ী এবং ধনুশ। হিন্দি, তামিল সিনেমার পাশাপাশি,
বাংলা সিনেমা-প্রেমীদের জন্যেও রয়েছে সুখবর। কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘জেষ্ঠ পুত্র’-এর ঝুলিতে একগুচ্ছ পুরস্কার। ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য সম্মানিত হলেন প্রবুদ্ধ ব্যানার্জি। সেরা স্ক্রিন-প্লের পুরস্কারও পেল ‘জেষ্ঠ পুত্র’। অন্যদিকে স্ক্রিন-প্লে (অ্যাডাপ্ট)এর জন্য পুরস্কৃত হল পরিচালক সৃজিত মুখার্জির ‘গুমনামী’, এমনকি সেরা বাংলা সিনেমার পুরস্কারও পেল। সামাজিক বিষয় নিয়ে তৈরি সেরা ছবি ‘প্যাডম্যান’-এর জন্য পুরস্কৃত হলেন অক্ষয় কুমারও