চার জেলার ৪৩ টি আসনে ভোটগ্রহণ, বেলা সাড়ে এগারোটা পর্যন্ত ভোট পড়ছে মোট ৩৭.২৭%
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ ২২ এপ্রিল, বৃহস্পতিবার রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন চলছে।সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। করোনার প্রবল সংক্রমণের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফার নির্বাচন চলেছে এবার । বৃহস্পতিবার চারটি জেলার ৪৩টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন।
সকাল সাড়ে ১১টা পর্যন্ত ভোটদানের হার ৩৭.২৭%, নদিয়ায় ৩৮.০৯%, উত্তর ২৪ পরগনায় ৩২.৯১%, পূর্ব বর্ধমানে ৪১.০৫%, উত্তর দিনাজপুরে ৪০.৯৮% ভোট পড়েছে
ষষ্ঠ দফায় পূর্ব বর্ধমানের ৮টি বিধানসভা, উত্তর ২৪ পরগনার ১৭টি বিধানসভা, উত্তর দিনাজপুরের ৯টি বিধানসভা, এবং নদিয়ার ৯টি বিধানসভায় নির্বাচন হবে । জেলাওয়ারি প্রার্থী রয়েছেন উত্তর দিনাজপুরের ৭২ জন, উত্তর ২৪ পরগনায় ১২৬ জন, পূর্ব বর্ধমান ৪৩ জন, নদীয়া জেলায় ৬৫ জন। এই চারটি জেলায় মোট ৩০৬ জন প্রার্থী ষষ্ঠ দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।