25 C
Kolkata
25 C
Kolkata
বৃহস্পতিবার, মার্চ 30, 2023

৭৫তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় বায়ুসেনার পুষ্পবৃষ্টি , থাকবেন অলিম্পিকে পদকজয়ী ও কোভিড যোদ্ধারাও

আজ রবিবার ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ কর্মসুচী পালন করবে ভারত ।লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন ও দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । বিভিন্ন মন্ত্রক , রাজ্য সরকার কেন্দ্র শাসিত অঞ্চলের প্রশাসন , সশস্ত্রবাহিনী একাধিক কর্মসূচি হাতে নিয়েছে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রক ।আজ লালকেল্লায় প্রধানমন্ত্রী পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানাবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ও প্রতিরক্ষা রাষ্ট্রমন্ত্রী অজয় ভট্ট ও প্রতিরক্ষা সচিব ড অজয় কুমার ।

জিওসি দিল্লি প্রধানমন্ত্রী কে স্যালুটিঙ বেসে নিয়ে যাবেন , যেখানে ইন্টার সার্ভিসেস ও দিল্লি পুলিশ গার্ডের যৌথবাহিনী প্রধানমন্ত্রী কে স্যালুট জানাবে । এরপর প্রধানমন্ত্রী গার্ড অব অনার পরিদর্শন করবেন ।গার্ড অব অনার টিমে থাকবেন একজন অফিসার ও সেনাবাহিনী , নৌবাহিনী ,বায়ুসেনা ও দিল্লি পুলিশের ২০জন করে সদস্য ।
গার্ড অব অনারের পর প্রধানমন্ত্রী এগিয়ে যাবেন লালকেল্লাযর গ্যালারির দিকে ।সেখানে তাঁকে অভিনন্দন জানাবেন রাজনাথ সিংহ ,অজয় ভট্ট , চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত , সেনাপ্রধান জেনারেল এম এম নরবনে , নৌবাহিনীর প্রধান আ্যডমিরাল করমবীর সিং ও বায়ুসেনার প্রধান এয়ার চিফ আর কে এস ভাদুরিয়া । এরপর প্রধানমন্ত্রী কে জাতীয় পতাকা উত্তোলনের মঞ্চে নিয়ে যাবেন দিল্লি জিওসি । প্রধানমন্ত্রী কে পতাকা তুলতে সাহায্য করবেন লেফটেন্যান্ট কমান্ডার পি প্রিয়মবদা সাহু । এবারের অনুষ্ঠানে টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে সোনাজয়ী নীরজ চোপড়া সহ ৩২জন অলিম্পিক্সে দেশের প্রতিনিধিত্বকারী সদস্য সহ স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার দুজন কর্মকর্তা কে আমন্ত্রণ জানানো হয়েছে ।

করোনা ভাইরাস মোকাবিলার লড়াইয়ে বড় ভূমিকা পালন করা কোভিড যোদ্ধাদের ও ডাকা হয়েছে । আকাশপথে পুষ্পবৃষ্টি হবে ভারতীয় বিমান বাহিনীর দুটি এম আই ১৭ ওয়ান ভি হেলিকপ্টার থেকে ।প্রথম হেলিকপ্টারের চালকের আসনে থাকবেন উইং কম্যান্ডার বলদেব সিং বিস্ত ও দ্বিতীয় টি চালাবেন উইং কম্যান্ডার নিখিল মালহোত্রা ।এই প্রথম জাতীয় পতাকা উত্তোলনে ফুল ছড়ানো হবে । প্রধানমন্ত্রীর ভাষণের পর ন্যাশনাল ক্যাডেট কোরের ৫০০ক্যাডেট জাতীয় সঙ্গীত গাইবেন ।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.