বয়াল ৭ নম্বর বুথে প্রায় ৮০ শতাংশ ছাপ্পা ভোট হয়ে গিয়েছে এমনটাই অভিযোগ করেন তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন সকাল থেকেই দেখা গিয়েছে এই বুথে তৃণমূলের এজেন্টকে বসতে দেওয়া হয়নি।
দেড়টা নাগাদ বুথ পরিদর্শণে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সাত নম্বর বুথ এলাকাতে আসতেই সেখানে গ্রামবাসীরা মুখ্যমন্ত্রীকে দেখে ক্ষোভে ফেটে পড়ে। অভিযোগ জানায় তাঁদের ভোট দিতে দেওয়া হয়নি।
পাশাপাশি উঠে আসে অভিযোগ দেদার ছাপ্পা ভোট চলেছে এই এলাকাতে। মুখ্যমন্ত্রীকে দেখা মাত্রই জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে বিজেপি সমর্থকরা।
ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়। স্কুল মাঠেই তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ লাগে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও কেন্দ্রিয় বাহিনি মাঠে নেমে পড়ে। মার মুখী দুই পক্ষের মধ্যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতেই তৎপর পুলিশ। দুই পক্ষ কেই ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী।
পরিস্থিতি লক্ষ্য করে মুখ্যমন্ত্রী ফোন করেন রাজ্যপালকে। জানান ছাপ্পা ভোটের পড়েছে সেখানে। তিনি এটা নিয়ে আদালতে যাবেন, কেন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে প্রায় দু’ঘন্টা ওই স্কুলেই আটকে থাকেন মুখ্যমন্ত্রী।