কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
কয়েকদিনের গুমোট গরমে নাজেহাল অবস্থা থাকলেও এবার নামতে চলেছে স্বস্তির বৃষ্টি ।আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে , আগামী সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে ।নিম্নচাপের কারণে মৎস্যজীবি দের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে ।
আগামী ৪৮ ঘন্টায় আকাশ মেঘলা থাকবে । হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় দু -এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে সোমবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরীর সম্ভাবনা রয়েছে ।এই অক্ষরেখা গয়া থেকে মালদা হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত ।এর প্রভাবে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে ।যার ফলে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ।বৃষ্টি হবে উপকূলের তিন জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে । বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলী ও পূর্ব মেদিনীপুরে ।আগামী ৪৮ ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।