কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বন্ধ হয়ে গিয়েছিল ভারত – বাঙলাদেশের মধ্যে বিমান পরিষেবা ।মাস চারেকের বিরতি কাটিয়ে পুনরায় চালু হতে চলেছে দুদেশের মধ্যে বিমান পরিষেবা ।এয়ার বাবল চুক্তি অনুযায়ী ২২শে আগষ্ট থেকে দুদেশের মধ্যে চলাচল করবে এই বেসরকারি বিমান সংস্থার ফ্লাইটগুলি ।
সেক্ষেত্রে আগামী সপ্তাহ থেকেই দুদেশের মধ্যে এই বিমান পরিষেবা পুনরায় চালু হতে চলেছে । যদিও বাঙলাদেশের অসামরিক বিমান মন্ত্রক আনুষ্ঠানিক ভাবে পুনরায় বিমান চলাচলের বিষয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি জারি করেনি ।তবে মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ভারত- বাঙলাদেশের মধ্যে এই বিমান গুলি আগামী সপ্তাহ থেকে ফের চালু করা হচ্ছে ।
গত ১লা আগষ্ট বাঙলাদেশের একটি বেসরকারি বিমান সংস্থা এক বিবৃতি দিয়ে জানিয়েছিল যে ,তারা আগামী সপ্তাহ থেকে ১২টি বিমান নিয়ে যাত্রা শুরু করবে ।জানা গিয়েছে , বাঙলাদেশের এই বিমান সংস্থা ঢাকা থেকে যাত্রা শুরু করে দিল্লি কলকাতা ও চেন্নাইয়ের জন্য বিমান পরিচালনা করবে । শুধু তাই নয় , ভারতীয় যাত্রীদের জন্য দিল্লি, কলকাতা , চেন্নাই ও মুম্বই থেকেও বিমান পরিষেবা থাকবে ।