34 C
Kolkata
34 C
Kolkata
বুধবার, মার্চ 29, 2023

আবার সংঘর্ষ শুরু পঞ্জশির উপত্যকায়

কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ

আবার ভয়াবহ সংঘর্ষ হচ্ছে আফগানিস্তানের পঞ্জশির উপত্যকায় তালিবান জঙ্গি ও তালিবান বিরোধীদের মধ্যে । এ তথ্য জানিয়েছেন আল জাজিরা । এর আগেও সংঘর্ষের খবর জানা গেছে, শুক্রবার মোহাম্মাদ জালান নামে তালিবানের এক শীর্ষ কর্মকর্তার টুইটার অ্যাকাউন্টে করা পোষ্ট থেকে ।

এখনো ও তালিবানদের নিয়ন্ত্রণের বাইরে পঞ্জশির উপত্যকা । যদিও কাবুল সহ পুরো দেশটিতে তালিবানরা আধিপত্য বিস্তার করেছে ।তালিবানদের তরফে জানানো হয়েছে , তাদের কয়েকশো যোদ্ধা সেখানে রয়েছে পঞ্জশির উপত্যকায় নিয়ন্ত্রন নেওয়ার জন্য । সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানা যায় , সেখানে তালিবান বিরোধী প্রতিরোধ বাহিনী কয়েকটি জেলা পুনর্দখল করে ।

উত্তর কাবুলের পঞ্জশিরে বিক্ষোভ করে তালিবান বিরোধী আন্দোলনে প্রাক্তন সরকারের কিছু সেনা সদস্য সহ স্থানীয়দের সঙ্গে যুক্ত হয়ে । আমরাও প্রস্ত্তত আছি লড়াই করার জন্য । যদি তালিবানরা শক্তি প্রয়োগ করে । এমনটাই জানিয়েছেন তালিবান বিরোধী নেতা আহমেদ মাসুদ । এবং তিনি হুঁশিয়ারি ও দিয়েছেন ।

আশির দশকে সোভিয়েত বিরোধী প্রতিরোধে আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন আহমেদ শাহ মাসুদ । তাঁর ই ছেলে আহমেদ মাসুদ ।তালিবান বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তিনি ।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.