কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার ভোরবেলা এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন যুবকের। ঘটনাটি ঘটেছে একবালপুর থানা এলাকার ময়ূরভঞ্জ এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী ভোর তখন পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে। একটি বাইকে ছিলেন তিনজন যুবক। সকলের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে। এই সময় একটি ভোজ্যতেল ভর্তি ট্যাঙ্কার ভারসাম্য হারিয়ে উঠে পড়ে ওই বাইকটির ওপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন যুবকের। এরপর একবালপুর থানার পুলিশ এসে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠায়। গোটা ঘটনার জেরে শোকের ছায়া এলাকায়।