করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন বাড়িতেই। শারীরিক অবস্থা স্থিতিশীলও ছিল। কিন্তু মঙ্গলবার সকালে আচমকা অক্সিজেনের মাত্রা কমে গেল রক্তে। গুরুতর অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । সূত্রের খবর, এই অবস্থায় তাঁকে আর বাড়িতে রেখে চিকিৎসা করানোর পক্ষে নন কেউই। তাই হাসপাতালে ভরতির ব্যবস্থা করা হচ্ছে। চিন্তিত পরিবার থেকে দলীয় সহকর্মীরা। তাঁরাই অসুস্থতার খবর শুনে ছুটে গিয়েছেন। আলিপুরের বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করানো হয়েছে।
কিছুদিন আগে করোনা আক্রান্ত হন সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্য। কিছুদিন ধরেই তাঁদের শরীরে করোনার বেশ কিছু উপসর্গ লক্ষ্য করা গিয়েছিল। এরপরেই তাঁদের করোনা পরীক্ষা করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। জানা গিয়েছে, প্রথমে করোনা সংক্রমিত হন মীরা ভট্টাচার্য। এরপরই করোনার রিপোর্ট পজিটিভ আসে বুদ্ধবাবুর।