কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ রাজ্যে প্রথম দফার নির্বাচন আগামী ২৭ শে মার্চ। ধাপে ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করছে বিজেপি। তবে ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে গিয়ে কার্যত নাজেহাল অবস্থা গেরুয়া শিবিরের। দলীয় কর্মীদের অসন্তোষ ক্রমেই বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত দিল্লিতে বৈঠক অমিত শাহ।
এই পরিস্থিতির মধ্যেই ফের চারটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। এর মধ্যে উলুবেড়িয়া দক্ষিণ আসনে প্রার্থী হয়েছেন অভিনেত্রী পাপিয়া অধিকারী।
বাকিগুলি হল
বারুইপুর পূর্ব- চন্দন মণ্ডল
ফলতা- বিধান পারুই
জগৎবল্লভপুর- অনুপম ঘোষ
একদা বামপন্থী মনোভাবাপন্ন পাপিয়া কিছুদিন আগে বিজেপিতে যোগ দেন। হিরণ, যশ, তনুশ্রী, পায়েলদের মত টলি তারকাদের এবার টিকিট দিয়েছে বিজেপি। সেই তালিকায় এবার যুক্ত হল পাপিয়া অধিকারীর নাম।আগামী ৬ এপ্রিল তৃতীয় দফার নির্বাচনে ভোট গ্রহণ হবে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে। আগামীকাল ১৯ মার্চ মনোনয়ন দাখিলের শেষ দিন।