কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
তাদের দোষ একটাই , তারা সমকামী ।একে অপরকে ভালবাসেন । পরিবারের আপত্তি সত্ত্বেও জীবনের বাকি দিনগুলো একসাথে থাকার সিদ্ধান্ত নেন ।আর তাতেই ঘটে যায় বিপত্তি । বাধা হয়ে দাঁড়ায় বাড়ির লোকজন । চলে প্রচন্ড অত্যাচার ।পুলিশের সাহায্য চেয়েও পাননি ।অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মুর্শিদাবাদের দুই সমকামী তরুণী ।সোমবার উচ্চ আদালতের বিচারক নির্দেশ দেন , একসঙ্গে থাকার যে ,সিদ্ধান্ত তারা নিয়েছেন , তাতে আইনি কোন বাধা নেই ।
মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা দুই সমকামী তরুণী প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ।তাঁরা একসঙ্গে থাকতে চান ।তাঁদের সেই ভালোবাসা মেনে নিতে পারেন নি পরিবারের লোকজন । ওই সম্পর্ক ভাঙার জন্য উভয়কেই জোর খাটানো হয় । এর বিরুদ্ধে বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেন দুই তরুণী ।তাতে অবশ্য কোনও পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ ।উল্টে তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয় বলে অভিযোগ ।অবশেষে তাদের সাহায্যের জন্য এগিয়ে আসেন কলকাতা হাইকোর্টের সরকারি আইনজীবী অঙ্কন বিশ্বাস ।তাঁরা ওই বিষয়টি নিয়ে উচ্চ আদালতে মামলা করেন ।
সোমবার মামলাটি ওঠে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে ।বিচারপতি বলেন , আইন ওই সমকামীদের ব্যক্তিগত সিদ্ধান্তের পরিপন্থী নয় । আইন তাঁদের জীবনে বাধা হয়ে দাঁড়াবে না । পাশাপাশি ওই সমকামীদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দেয় আদালত । তাঁদের সম্পর্ক নিয়ে কোনরকম বাধা সৃষ্টি করতে পারবে না পরিবারের লোকেরাও ।আদালতের এই রায়ের ফলে ফের নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন ওই যুগল । তাঁদের আইনজীবী অঙ্কন বলেন , সমগোত্রীয় হয়েও একজন আরেকজনকে ভালোবেসে ওরা যে অন্যায় করেন নি আদালতের নির্দেশ থেকে তা স্পষ্ট হয়ে গেল ।সমাজ ও এথেকে শিক্ষা পাবে ।এই রায়ে আমরাও খুব খুশি ।