এস এস কে এম -এ ভর্তি তিন নেতা এবং ফিরহাদ হাকিমের কোভিড পরীক্ষার রিপোর্ট ইতিমধ্যেই হাতে এসেছে। পাশাপাশি, পৃথক মেডিক্যাল টিম গঠন করেছে সি বি আই-ও। কেমন আছেন তাঁরা?কী জানাচ্ছে সি বি আই ?
নারদা মামলায় অভিযুক্ত চার হেভিওয়েট নেতারই কোভিড রিপোর্ট নেগেটিভ (Covid Negative)। জ্বর ও শ্বাসকষ্ট থাকায় সকলেরই করোনা পরীক্ষা করা হয়। এই মুহূর্তে SSKM হাসপাতালে ভর্তি রয়েছেন মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায় । তবে জ্বর ও পেটের সমস্যা থাকলেও হাসপাতালে যেতে রাজি নন মন্ত্রী ফিরহাদ হাকিম। আপাতত প্রেসিডেন্সি জেলেই চিকিৎসাধীন তিনি। এদিকে, নেতাদের চিকিৎসায় পৃথক মেডিক্যাল বোর্ড গঠন করল সি বি আই। AIIMS হাসপাতালের পাঁচ সদস্য নিয়ে তৈরি এই বোর্ড প্রত্যেকের শারীরিক অবস্থা খতিয়ে দেখবে।
নারদ মামলায় ৪ নেতা-মন্ত্রী নিম্ন আদালতে জামিন পেতেই, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল CBI । অভিযুক্তদের জামিন স্থগিত হয়ে যাওয়ায় আজ, বুধবার যুযুধান দু’পক্ষ নামছে আইনি লড়াইয়ে। হাইকোর্ট থেকে জল গড়াতে পারে সুপ্রিম কোর্ট পর্যন্ত, এমনটাই ধারণা আইনজীবী মহলের । এই অবস্থায় ফিরহাদ হাকিমের দুই মেয়ে সাবা ও প্রিয়দর্শিনী এবং মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র আবেদন জানিয়েছেন, আজ তৃণমূল কর্মী-সমর্থকরা যেন হাইকোর্ট চত্বর-সহ রাজ্যের কোথাও কোনও প্রতিবাদ-আন্দোলন না-করেন।
এদিকে, নারদ মামলায় নাটকীয় মোড়। এবার মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জুড়ল সিবিআই। নারদ মামলায় এবার মুখ্যমন্ত্রীকে পার্টি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই মামলা অন্য রাজ্য স্থানান্তরের কেসে যুক্ত করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। একইসঙ্গে জোড়া হল রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামও।