কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ লোকসভার বিরোধী দলনেতার পদ থেকে অপসারিত হলেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। যদিও সংবাদ সংস্থা সূত্রে খবর কংগ্রেস শীর্ষ নেতৃত্ব কারণ হিসেবে দেখিয়েছেন পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন কে। যেহেতু রাজ্য বিধানসভা নির্বাচনে অনেক গুরু দায়িত্ব পালন করতে হবে, তাই আপাতত লোকসভার বিরোধী দলনেতার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল অধীরকে।
তাঁর জায়গায় বিরোধী দলনেতা হয়েছেন পাঞ্জাব, লুধিয়ানার কংগ্রেস সাংসদ রণভীত সিং বিট্টু। সংসদের বাজেট অধিবেশনের বাকি পর্বে তিনিই দলকে নেতৃত্ব দেবেন। অধীর চৌধুরীর পাশাপাশি সংসদে কংগ্রেসের উপ বিরোধী দলনেতা গৌরব গগৈ যেহেতু আসামের নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবেন তাই তাঁর কাজও আপাতত দেখাশোনা করবেন রণভীত সিং বিট্টুই।