কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
মাত্র দেড় মাস , তার মধ্যেই সম্পূর্ণ আফগানিস্তান চলে গেল তালিবানের দখলে ।আজ সকাল থেকেই আশঙ্কা করা হয়েছিল কাবুলের পতন প্রায় নিশ্চিত । শেষমেশ তাই হল ।যুদ্ধ না বাড়িয়ে পদত্যাগ করলেন আশরফ গনি ।আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে ক্ষমতার হস্তান্তর আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট হতে চলেছেন তালিবানের প্রধান মোল্লা আব্দুল গনি বরাদর ।গত ৯ই মার্চ থেকে আমেরিকা তাদের সৈন্য আফগানিস্তান থেকে দেশে ফেরাতে শুরু করে ।তারপরেই নতুন করে তালিবান আফগান দখলের পরিকল্পনা নেয় ।বিগত দেড় মাস ধরে লাগাতার সংঘর্ষের আজ ইতি পড়ল ।যদিও কাবুল দখলের সময় তারা চায়নি যে , সংঘর্ষ হোক।
তালিবানের এক মুখপাত্র জানিয়েছেন , আমরা চাইছি নিরাপদে এবং শান্তিপূর্ণ ভাবে যাতে ক্ষমতার হস্তান্তর ঘটে।সাধারণ মানুষ যেন হিংসার শিকার না হন , সেদিকে খেয়াল রাখা হচ্ছে ।কাবুলের মানুষের জীবন বিপন্ন হোক , তা একেবারেই আমরা চাই না ।
তালিবানদের দাবি অনুযায়ী মার্কিন কূটনীতিবিদ এবং ন্যাটো প্রতিনিধি দের সঙ্গে জরুরি বৈঠক করেন আশরফ ।বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয় তালিবান নেতৃত্ব কে ।সেইমতো মোল্লা আব্দুল গনি বরাদরের নেতৃত্বে প্রেসিডেন্টের বাসভবনের উদ্দেশে রওনা দেয় তালিবানের একটি প্রতিনিধি দল ।এরপরেই ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয় ।