25 C
Kolkata
25 C
Kolkata
শুক্রবার, মার্চ 31, 2023

আফগানিস্তান থেকে বিমান ছিনতাই করে নিয়ে যাওয়া হল ইরানে

কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ

ইক্রেনের নাগরিকদের উদ্ধার করার জন্য কাবুলে গিয়েছিল সেদেশের একটি বিমান । মঙ্গলবার দুপুরে জানা যায় ,বিমানটিকে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে ইরানে । ইউক্রেনের সহকারী বিদেশ মন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন জানিয়েছেন , গত রবিবার বিমানটি ছিনতাই করা হয় ।বিমানে অজ্ঞাতপরিচয় একদল লোক ঢুকে পড়েছিল ।তারা ইউক্রেনের নাগরিক নয় । রবিবারের পরে আরো তিনবার বিমানে ইউক্রেনের নাগরিক দের ফেরানোর চেষ্টা হয়েছিল । কিন্তু তারা কাবুল বিমানবন্দর অবধি পৌঁছতেই পারেননি ।তাই নাগরিকদের উদ্ধার করতে পারেনি ইউক্রেন ।
গত ১৫ই আগষ্ট তালিবানরা কাবুল দখল করার পরেই বিমানবন্দরের কাছে ভিড় জমান কয়েক হাজার মানুষ ।তারা সকলেই বিমানে চড়ে দেশ থেকে পালাতে চাইছিলেন ।তখন হুড়োহুড়ির মধ্যে ৭জন আফগান অসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে ।রবিবার ব্রিটেনের প্রতিরক্ষা দফতরের মুখপাত্র বলেন , মৃতদের পরিবারকে আমরা আন্তরিক সমবেদনা জানাই । গত শুক্রবার ভাইরাল হওয়া এক ভিডিও তে দেখা যায় , একটি শিশুকে কাবুল বিমানবন্দরের বাইরে থেকে মির্কিন মেরিন সেনার হাতে তুলে দেওয়া হচ্ছে ।বিমানবন্দরের পাঁচিলে আছে রেজর ওয়ার ।অর্থাৎ তারের সঙ্গে ছোট ছোট ক্ষুর আটকানো আছে ।ভিডিওতে দেখা যাচ্ছে , এক হাতে ধরে শিশুটিকে সেই তারের ওপরে তুলে ধরছেন একজন ।শিশুটির ডায়াপার খুলে পড়ছে । তারের ওপার থেকে হাত বাড়িয়ে শিশুটিকে নিচ্ছেন এক মার্কিন সেনা ।পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন , ওই শিশুটি ছিল অসুস্থ ।তার বাবা মা তাকে মার্কিন মেরিনের হাতে তুলে দেয় বিমানবন্দরে নরওয়ে সরকারের একটি অস্থায়ী হাসপাতাল ছিল ।সেখানে শিশুটির চিকিৎসা করাহয় । পরে তাকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয় ।পেন্টাগনের মুখপাত্র জানিয়েছেন , শিশুটির মা বাবার প্রতি সহানুভূতি দেখিয়ে মার্কিনসেনা তার চিকিৎসার ব্যবস্থা করেছিল ।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.