২ রা মে ফলপ্রকাশের পর বের করা যাবেনা বিজয় মিছিল জানিয়ে দিল কমিশন
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ দেশজুড়ে বাড়ছে করোনার দ্বিতীয় ঢেউয়ের অভিঘাত। ইতিমধ্যেই ১৪ দিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে কর্ণাটক। জানা যাচ্ছে এই মুহূর্তে দেশে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যে সংক্রমণের হার ৯.৫%। এমতাবস্থায় দাঁড়িয়ে এখনও রাজ্যে বাকি একদফা নির্বাচন ও ২ মে ভোট গণনা। তবে নির্বাচনের ফল প্রকাশের পর এবার বিজয়মিছিল বের করা নিষিদ্ধ করল নির্বাচন কমিশন।
২মে কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অসম ও পুদুচেরি বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে। সেক্ষেত্রে করোনা আবহেও বিজয়ী রাজনৈতিক দলগুলি যে জয়ের উল্লাসে হাজার হাজার সমর্থকদের নিয়ে রাস্তায় নেমে পড়বে সেই আশঙ্কা ছিল। তাই পরিস্থিতি সামাল দিতে এবার কড়া পদক্ষেপ করল কমিশন। সাফ জানিয়ে দেওয়া হয়েছে ২ মে ভোটগণনার সময় ও পরে কোনও বিজয় মিছিল করা যাবে না
উল্লেখ্য মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ গতকালই করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে কমিশনের বিরুদ্ধে নজির বিহীন তোপ দেগেছে। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে এহেন পরিস্থিতিতে কমিশনের বিজয় মিছিল নিষিদ্ধ করার সিন্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ।