কুম্ভে পুণ্যস্নানের জের, করোনায় আক্রান্ত ১০২ জন
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ স্বাস্থ্যবিধিকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে কুম্ভমেলায় উপচে পড়া ভিড় পূণার্থীদের। যার জেরে করোনায় আক্রান্ত হল ১০২ জন। দেশ জুড়ে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এর মধ্যে হরিদ্বারে কুম্ভমেলায় অগণিত পূণ্যার্থীদের সমাগম। মাস্ক ছাড়াই ভক্তদের সমাগম। দূরত্ব বিধি শিকেয় তুলে চলছে পূণ্যস্নান। সোমবার পূণ্যস্নান করেছে ৩১ লক্ষ ভক্ত। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সোমবার রাত সাড়ে ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ১৮১৬৯ জন ভক্তের করোনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ১০২ জন করোনা আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য পয়লা এপ্রিল থেকে শুরু হয়েছে পুণ্য কুম্ভের স্নান। এবারের কুম্ভমেলায় ৩টি শাহি স্নানের যোগ রয়েছে। ১২ এপ্রিল শাহি স্নানের প্রথমদিনে অংশ নিতে ভিড় জমিয়েছে হাজার হাজার পূর্ণার্থী। করোনা ভীতিকে তোয়াক্কা না করেই মানুষের ঢল নেমেছে হরিদ্বারের ঘাটগুলোতে। ভোর থেকেই শুরু হয়ে পূণ্য স্নান। যখন দেশে করোনা সংক্রমণ বিদ্যুতের গতিতে বাড়ছে তখন কুম্ভমেলার ভিড় চিন্তার ভাঁজ ফেলেছে স্বাস্থ্য আধিকারিকদের।
স্বাস্থ্য মন্ত্রকের জারি করা কোভিড-১৯ বিধি লঙ্ঘন করে হরিদ্বারের ‘হরি কি পৌর’ ঘাটে শাহি স্নানের জন্যে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন।উত্তরাখন্ড হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলে তবেই মেলায় ঢোকার অনুমতি দেওয়া হবে। আর সেই রিপোর্ট ৭ দিনের মধ্যে হতে হবে।