আরামবাগে তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল কে ঘিরে চরমে বিক্ষোভ, রিপোর্ট তলব কমিশনের
,
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ আজ মঙ্গলবার তিনটি জেলার ৩১ টি আসনে চলছে ভোটগ্রহণ। তারই মাঝে বিভিন্ন জেলা থেকে আসছে বিক্ষিপ্ত।অশান্তির খবর। আরামবাগ বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুজাতা মন্ডলকে ঘিরে চরমে বিক্ষোভ।
আরামবাগ বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুজাতা মণ্ডলকে ঘিরে বিক্ষোভ। নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ। এমনকি মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। সিআরপিএফ জওয়ানদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুললেন আরামবাগ বিধানসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। এমনকি বুথ দখল করে ভোট চলছিল বলেও অভিযোগ জানান তিনি।
মঙ্গলবার রাজ্যে তিনটি জেলার ৩১ আসনে চলছে তৃতীয় দফার ভোটগ্রহণ। বেশ কিছু জায়গায় গণ্ডগোলের খবর শোনা গেছে। তার মধ্যে আরামবাগের আরণ্ডীর বাঁধপাড়ার ২৬৩ নম্বর বুথে অভিযোগ, তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের।
এই ঘটনায় নির্বাচন কমিশন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।