[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ রাজ্যে জমে উঠেছে ভোটের লড়াই। প্রথম দফার ভোটের পর এবার আগামী পয়লা এপ্রিল দ্বিতীয় দফার ভোট গ্রহণের প্রস্তুতি চরমে। তৃণমূল, বিজেপি, সংযুক্ত মোর্চা সকল রাজনৈতিক দলের প্রার্থীরাদেরই দম ফেলার ফুরসৎ নেই। এরই মাঝে মঙ্গলবার হাবড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিনহা কে বিক্ষোভ দেখালেন সাফাই কর্মীরা।
মঙ্গলবার সকালে চায়ে পে চর্চায় অংশ নিতে রাহুল যান হাবড়ার নালন্দা মোড়ে। সেখানেই বিক্ষোভের মুখে পড়েন তিনি। সাফাই কর্মীদের অভিযোগ হাবড়ায় যে বিপর্যয় মোকাবিলা দফতরের কার্যালয় রয়েছে সেখানে প্রবেশ করে রাহুল সিনহা নির্বাচনী প্রচার করেছেন। যা আদর্শ আচরণ বিধি ভঙ্গ করেছে।
যদিও হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহার পাল্টা দাবি তিনি অফিসের বাইরে প্রচার করেছেন। ভেতরে প্রবেশ করেননি। কিন্তু তৃণমূলের লোকজন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। উল্লেখ্য এই বর্ষীয়ান রাজনীতিবিদকে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়।