কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ এখনও পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে উঠতে পারেনি । তবে প্রথম দুদফার প্রার্থী তালিকার প্রকাশের পরেই বিজেপির সংসারে অশান্তির ছায়া স্পষ্ট।
প্রার্থী তালিকা প্রকাশের পরেই গেরুয়া শিবিরে কর্মী বিক্ষোভ শুরু হয়েছে। প্রার্থী অসন্তোষে হেস্টিংসের কার্যালয়ে পর পর ২ দিন ধরে লাগাতার বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে বুধবার দিল্লিতে বঙ্গ বিজেপির নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসছেন অমিত শাহ। এমনটাই জানা যাচ্ছে।
উল্লেখ্য ইতিমধ্যেই কাঙ্ক্ষিত আসনে প্রার্থী হতে না পেরে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দল ছেড়েছেন শোভন চট্টোপাধ্যায়। আজ বুধবার দিল্লিতে পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছেন বিজেপির কোর কমিটির সদস্যরা।
রাতেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন মুকুল রায়, দিলীপ ঘোষরা। বুধবার সকাল ১০টা থেকে বিজেপির কোর কমিটি বৈঠক শুরু হয়েছে। সেখানে প্রার্থী অসন্তোষ নিয়ে কথা হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও প্রার্থী তালিকা নিয়েও আলোচনা করা হবে বলে জানা গিয়েছে