গোটা রাজ্যজুড়েই আজ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় আজ বৃষ্টির সম্ভাবনা। তবে মুষলধারায় বৃষ্টি হবে না। হালকা বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হলেও উত্তরবঙ্গে আগামীকাল, অর্থাৎ বুধবার থেকে ভারী বৃষ্টি হবে।
উত্তরবঙ্গেও রয়েছে প্রবল বৃষ্টির পূর্বাভাস। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের জেলাগুলিতে। পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি বাড়তে পারে নদীর জলস্তর । নীচু এলাকায় প্লাবনের আশঙ্কা।
আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বিকেলের পরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 34 ডিগ্রির আশেপাশে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা 33.4 ডিগ্রি। বাতাসে আজ সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণ থাকতে 92 শতাংশ ।
বিকেলের পর কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বুধবার থেকে বৃষ্টি পরিমাণ বাড়বে। নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
রাজস্থান থেকে বিহার, উত্তরবঙ্গ হয়ে পশ্চিম অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার জেরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে। এছাড়া উত্তর প্রদেশ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। এই অক্ষরেখা ঝাড়খন্ড ও ওড়িশার উপর দিয়ে গেছে। এর প্রভাবে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে।সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গে বৃষ্টির পরিস্থিতি ।