ভবানীপুরে পায়ে হেঁটে প্রচার সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার কলকাতার একটি বেসরকারি পাঁচতারা হোটেলে সাংবাদিক সন্মেলন দিয়ে শুরু। এরপর দিনভর কর্মসূচি ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর। ভবানীপুরে পায়ে হেঁটে প্রচার সারলেন তিনি। বিজেপি প্রার্থী তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের হয়ে প্রচার করেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কেন্দ্র ছিল ভবানীপুর। কিন্তু ২০২১ র বিধানসভা ভোটে তিনি লড়াই করেন নন্দীগ্রাম থেকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে । তাই এবারে পুরোনো ছক ভেঙে ভবানীপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়কে। গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির অভাবনীয় ভোট বৃদ্ধি হয়েছিল। সেই কারণে এবারও এই আসন ছিনিয়ে নিতে মরিয়া গেরুয়া শিবির।