কলকাতা মিডিয়া ওয়েবডেস্ক ভোটের মুখে উন্নয়নের ঢালাও প্রতিশ্রুতি দিয়ে চলেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। বাংলার মসনদ এখন মূল লক্ষ বিজেপির। দিল্লি থকে বারংবার উড়ে আসছেন মোদী-শাহরা। মঙ্গলববার গোসাবার একরকমই এক নির্বাচনী জনসভা থেকে ক্ষমতায় এলে ঢালাও উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন
দিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের ভাষণে বলেন সুন্দরবন উন্নয়নে আলাদা উন্নয়ন পর্ষদ গঠিত হবে। সেই সঙ্গে আন্তর্জাতিক পর্যটকদের গন্তব্য যেন হয় সুন্দরবন তার জন্য গড়ে তোলা হবে রাস্তাঘাট। আলাদা জেলা হিসেবে গড়ে তোলা হবে সুন্দরবনকে। এইদিন নিজের
বক্তব্যে শাহ বলেন মৎস্যজীবীদের তিন লক্ষ টাকার বিমা করে দেওয়া হবে । ব্র্যাঘ্রসংরক্ষণ কেন্দ্র তৈরী করা হবে।
রাজ্যের শাসকদক তৃণমূল কংগ্রসের বিরুদ্ধেও এদিন সরব হন শাহ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন সুন্দরবনের সঙ্গে দিদি অনেক অন্যায় করেছেন। আমরা ইস্তাহার প্রকাশ করেছি। তাতে বলা হয়েছে, সুন্দরবনের জন্য আলাদা উন্নয়ন পর্ষদ গঠন করব আমরা। মোদীজি অনেক টাকাপয়সা পাঠিয়েছেন, কিন্তু আপনাদের কি সেই টাকা মিলেছে। মেলেনি। সব খেয়ে নিয়েছেন ভাইপো
অমিত শাহর হুঁশিয়ারি বিজেপি ক্ষমতায় এলে যারা সরকারি টাকা আত্মসাৎ করছেন তাদের জেলে পোরা হবে।