চতুর্থ দফা ভোটের আগে সাংবাদিকদের মুখোমুখি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
অর্পিতা লাহিড়ীঃ বিগত ১০ বছরে বাংলায় কোনো উন্নয়নই হয়নি। ৩৪ বছরের বাম জমানাতেও কোনও উন্নয়ন করতে পারেননি তৎকালীন সরকার। চতুর্থ দফা ভোটের আগে শুক্রবার কলকাতার এক পাঁচতারা হোটেলে সাংবাদিক বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। রাত পোহালেই বাংলায় চতুর্থ দফার ভোট। তার আগে এদিন দিনভর একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন অমিত শাহ। এদিকে ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার নির্দেশ দিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী তথা নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সাংবাদিক বৈঠকে তার এই বক্তব্যের কঠোর সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী ও একটি রাজনৈতিক দলের দলনেত্রী কি করে তিনি এহেন মন্তব্য করতে পারেন??
পাশাপাশি এদিন অমিত শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একসময় রিগিং রুখতে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করানোর দাবি তুলতেন। অথচ এখন সেই কেন্দ্রীয় বাহিনীরই বিরোধিতা করছেন। তবে এই বিষয় নিয়ে আগেই তৃণমূল সুপ্রিমো নির্বাচন কমিশনের রোষের মুখে পড়েন। এদিনের বৈঠকে অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্বাচনের সময় নির্বাচন কমিশনই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করে।
শুক্রবারের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দীনেশ ত্রিবেদী সহ অন্যান্য শীর্ষ নেতৃত্বরা।