বীরভূমে নির্বাচনের আগে আয়কর দফতরের নোটিশ অনুব্রতকে
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ আগামী ২৯ এপ্রিল বীরভূমে অষ্টম তথা শেষ দফার ভোট। তার আগেই আয়কর দফতর নোটিশ পাঠাল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। সেই সঙ্গে নোটিশ পাঠান হয়েছে তাঁর দুই ভাই ও এক পরিচিতকে। সূত্রের খবর, বেশ কয়েকটি জেলায় অনুব্রত মণ্ডলের হিসেব বহির্ভূত সম্পত্তি রয়েছে। এই বিষয় জিজ্ঞাসাবাদের জন্য তাদের আয়কর দফতর নোটিশ দিয়ে ডেকে পাঠিয়েছে।
সম্পত্তি সম্পর্কিত যাবতীয় তথ্য জানানোর জন্য ৭ দিন সময় দেওয়া হয়েছে। এদিকে ভোটের আগে আয়কর দফতরের এই নোটিশ পাঠানোকে রাজনৈতিক অভিসন্ধি বলে মনে করছে তৃণমূল শিবির। প্রচারের অন্তিম মুহূর্তে অনুব্রতকে চাপে রাখতেই বিজেপির এই কৌশল।
এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, মদন মিত্র, পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছিল আয়কর দফতর, সিবিআই। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের ময়দানে রাজনৈতিক ফায়দা তুলতেই চক্রান্ত করছে বিজেপি।