একাধিক বলি তারকার বাড়িতে তল্লাশি চালাল আয়কর বিভাগ। বুধবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। তালিকায় রয়েছেন পরিচালক অনুরাগ কশ্যপ থেকে শুরু করে অভিনেত্রী তাপসী পান্নু। এ ছাড়াও আছেন পরিচালক বিকাশ বহেল ও মধু মন্টেনা। সূত্রের খবর, মুম্বইয়ের আরও ২০ তারকার বাড়িতে তল্লাশি চালিয়েছে আয়কর দফতর।
আজ প্রযোজনা সংস্থা, জনসংযোগ সংস্থা ও ‘ট্যালেন্ট ম্যানেজমেন্ট’ দফতর মিলিয়ে মোট ২০টি জায়গায় হানা দিয়েছেন আয়কর বিভাগের আধিকারিকেরা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, যা তথ্য হাতে আসে তার উপরে ভিত্তি করেই তল্লাশি চালিয়েছে আয়কর বিভাগ। পরে তা আদালতে ওঠে।
সংশোধিত নাগরিকত্ব আইন হোক বা কৃষক আন্দোলন, টুইট-যুদ্ধে একাধিক বার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন তাপসী পান্নু এবং অনুরাগ কশ্যপ।