কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
চলতি বছরে করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া উচচ মাধ্যমিক পরীক্ষায় একশো শতাংশ পড়ুয়া পাশ করায় কলেজগুলিতে স্নাতক স্তরের এক একটি সাম্মানিক বিষয়ে আবেদনের সংখ্যা আটশো থেকে হাজার ।অথচ কলেজগুলিতে আসন সংখ্যা সীমিত । ফলে এত পড়ুয়াকে কিভাবে তাঁদের পছন্দ মত বিষয়ে নিজেদের কলেজে স্থান দিতে পারবেন তাই নিয়ে চিন্তায় কলেজ কর্তৃপক্ষ ।
নম্বরের ছড়াছড়িতে পছন্দের বিষয় নিয়ে আদৌ পড়তে পারবেন কিনাতাই নিয়ে আশঙ্কায় পড়ুয়ারাও ।যেমন , বহরমপুর গার্লস কলেজ। ওই কলেজে প্রাণিবিদ্যা বিভাগে আসন সংখ্যা ৫০টি ।আবেদন জমা পড়েছে নশোটি । বাঙলায় আসন সংখ্যা ৬৮টি ।আবেদন জমা পড়েছে ১১৪৬টি । ইংরেজি তে আসন সংখ্যা ৮২টি । আবেদন জমা পড়েছে ১১৪২টি ।উদ্ভিদবিদ্যা বিভাগে আসন সংখ্যা ৫০টি ।অথচ আবেদন জমা পড়েছে ৭০০টি ।এখনও এক সপ্তাহ বিভিন্ন বিষয়ে ভর্তি হতে চেয়ে আবেদন করার সুযোগ পাবেন পড়ুয়ারা ।ওই কলেজের পড়ুয়া ভর্তি কমিটির এক সদস্য বলেন , আসন সংখ্যা সীমিত ।আগের মতো যদি ১০ শতাংশ আসনও সরকারি নির্দেশে বাড়ানো হয়েছে , তা হলেও এত আবেদনকারী ভর্তি সম্ভব নয় ।