[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ ফের মাথা চাড়া দিয়েছে করোনা সংক্রমণ। কোভিড ১৯ এর দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় আপাতত সন্ত্রস্ত মহারাষ্ট্র। তার মধ্যেই একের পর এক করোনায় আক্রান্ত হয়েছেন শচীন তেন্ডুলকার থেকে আমীর খানের মত তারকারা। সেই তালিকায় নয়া সংযোজন প্রখ্যাত সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ী।
৬৮ বছর বয়সী এই প্রবাদপ্রতিম সংগীত পরিচালক, সুরকার তথা সংগীত শিল্পীকে মুম্বাইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পীর কন্যা রিমা লাহিড়ী।
○গত কয়েকদিনে বাপ্পি লাহিড়ী এবং তাঁর পরিবারের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের প্রত্যেককে করোনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন রিমা। পাশাপাশি বাপ্পি লাহিড়ীর আরোগ্য কামনা করার জন্য দেশ ও বিদেশের অনুরাগীদের ধন্যবাদও জানিয়েছেন শিল্পীর কন্যা।