কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ জমে উঠেছে বাংলার প্রাক নির্বাচনী আবহ। ২১ শের বিধানসভা নির্বাচনে বাংলাকে আক্ষরিক অর্থেই পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। এবার টালিগঞ্জ থেকে বিজেপির প্রার্থী হয়েছেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।
এহেন হেভিওয়েট বিজেপি প্রার্থীকে বাধা ভোট প্রচারে।অভিযোগের আঙুল তৃণমূলের দিকে।বিজেপির হেভিওয়েট প্রার্থী বাবুল সুপ্রিয়র অভিযোগ, বৃহস্পতিবার রাতে প্রচারে বেরিয়ে দলের কর্মী-সমর্থকদের নিয়ে ভবানীপুরের বলবন্তজির ধাবায় যান তাঁরা। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে তাঁদের ঘিরে ধরেন তৃণমূল যুবর সদস্যরা। গাড়ি ধরে স্লোগান দিতে থাকেন বেশ কয়েকজন। আর এই গোটা ঘটনায় নেতৃত্ব দেন যুব তৃণমূলের সম্পাদক ওয়াসিম আহমেদ। এই ঘটনার কমিশনের তরফ থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হয়েছে।
গোটা ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। তাঁর কথায় কোনওরকম সৌজন্যতার ছিঁটেফোটাও নেই। তিনি আরও বলেন ‘সবই ২ মে শেষ হয়ে যাবে। যখন ‘খেলা নয়, বিকাশ হবে’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলায় পরিবর্তন আসবে। বিকাশের সরকার প্রতিষ্ঠা হবে’।