অক্সিজেন ও ওষুধের কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল গোটা দেশ। যেমন বাড়ছে সংক্রমণ পাশাপাশি হাহাকার শুরু হয়ে গিয়েছে অক্সিজেন ও ওষুধের জন্য। ব্যতিক্রম নয় কলকাতা সহ পশ্চিমবঙ্গও। এমতাবস্থায় কলকাতায় অক্সিজেন ও ওষুধের কালোবাজারি রুখতে বিশেষ টিম গঠন করল কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখা সূত্রে জানা যাচ্ছে শহরে অক্সিজেনের কালোবাজারি সম্পূর্ণ বন্ধ করতে ইবির পক্ষ থেকে তৈরি হয়েছে একটি বিশেষ টিম। এই টিমে রয়েছেন ৮ জন ইবির গোয়েন্দা আধিকারিক ও পুলিশকর্মী। যারা পুরো পরিস্থিতির ওপর নজর রাখছেন।
কলকাতার বিভিন্ন অঞ্চলে অভিযান চালাতে শুরু করেছে এই টিম। যে ওষুধের দোকানগুলি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে, সেগুলির তালিকা তৈরি হচ্ছে। কোনও দোকানের গোডাউনে অতিরিক্ত সংখ্যক অক্সিজেন সিলিন্ডার মজুত করা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কোন রকম কালোবাজারি সামনে এলে কড়া পদক্ষেপ নেবে কলকাতা পুলিশ।