-
বাঙালির পয়লা বৈশাখ একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব । নববর্ষারম্ভ উপলক্ষে বিভিন্ন স্থানে পাড়ার অলিতে গলিতে নানা সংগঠনের উদ্যোগে প্রভাতফেরি আয়োজিত হয়।বিগত বছরের চৈত্র মাসে শহরের অধিকাংশ দোকানে ক্রয়ের উপর দেওয়া হয়ে থাকে বিশেষ ছাড়, যাকে ‘চৈত্র সেল’বলা হয়ে থাকে। পয়লা বৈশাখের দিন উল্লেখযোগ্য ভিড় চোখে পড়ে বিখ্যাত কালীঘাট মন্দিরে। সেখানে বিভিন্ন ব্যবসায়ী ভোর থেকে প্রতীক্ষা করে থাকেন দেবীকে পূজা নিবেদন করে হালখাতা আরম্ভ করার জন্য। ব্যবসায়ী ছাড়াও বহু গৃহস্থও পরিবারের মঙ্গল কামনা করে দেবীর আশীর্বাদ প্রার্থনা করতে কালীঘাটে গিয়ে থাকেন।ওই দিন ব্যাবসায়িক প্রতিষ্ঠানে নতুন হিসেবের খাতা হালখাতা চালু করা হয়। এবং ক্রেতাদের মিষ্টিমুখ করিয়ে আপ্যায়ন করা হয়। এইদিন বাঙালির ঐতিহ্যবাহী পোশাক ধুতি-পাঞ্জাবি এবং শাড়ি পরার রেওয়াজ প্রচলিত।
-
১৪২৮ শে বাংলা নববর্ষ ২০২১ শে ১৫ ই এপ্রিল উদযাপিত হবে।