25 C
Kolkata
25 C
Kolkata
বৃহস্পতিবার, মার্চ 30, 2023

ব্যাঙ্কে লকার পরিষেবায়, একগুচ্ছ নির্দেশিকা জারি করল RBI

কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ

ব্যাঙ্কের কোন শাখায় কত লকার ফাকাঁ আছে ? সেই সমস্ত যাবতীয় তথ্য রাখার জন্য ব্যাঙ্ক গুলিকে নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ।যে নির্দেশিকা আগামী বছরের ১ লা জানুয়ারী থেকে কার্যকর হবে ।সেই সঙ্গে লকার বন্টনের জন্য একটি ওয়েটিং লিষ্ট তৈরীর নির্দেশ ও দেওয়া হয়েছে ।

লকার বন্টনের জন্য আরবিআই এর সাইবার সুরক্ষা সংক্রান্ত নির্দেশিকা মেনে কোর ব্যাঙ্কিং সিস্টেম বা অন্য কোথাও কম্পিউটারাইজড সিস্টেমে প্রস্তুত করে রাখতে হবে একটি ওয়েটিং লিষ্ট । সেই সঙ্গে লকারের জন্য যারা আবেদন করছেন , তাঁদের আবেদন গ্রহণ করতে হবে ব্যাঙ্ক গুলিকে ।যে গ্রাহকরা নম্বর পাচ্ছেন, তাদের ওয়েটিং লিষ্টের নম্বর দিতে হবে ।
তাতে গ্রাহকরা জানতে পারবেন তাঁরা লকার পাওয়ায় আবেদন তালিকায় কত নম্বরে আছেন ।নয়া নির্দেশিকায় জানানো হয়েছে ,কোনও একটি ব্যাঙ্কের যে গ্রাহক লকারের জন্য আবেদন করছেন এবং পুরোপুরি সিডিডির শর্ত পূরণ করেছেন , তাকে সেফ ডিপোজিট লকার বা সেফ কাস্টডি আর্টিকেলের সুযোগ দেওয়া যেতে পারে ।সেক্ষত্রে অবশ্যই বর্তমান নিয়ম মেনে চলতে হবে ।আরবিআই জানিয়েছে , যাঁরা লকার ভাড়া নিচ্ছেন, তাঁরা যেন সেখানে কোন অবৈধ বা বিপজ্জনক জিনিস না রাখেন সেই সংক্রান্ত নিয়ম চালু করতে হবে ব্যাঙ্ক গুলিকে ।সেই নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট গ্রাহকের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে ।

আরবিআইয়ের নির্দেশ , ক্লেম সেটলমেন্টের জন্য প্রতিটি ব্যাঙ্কে একটি নীতি থাকতে হবে ।যে নীতিতে অনুমোদন দেবে বোর্ড ।সেফ ডিপোজিট লকার বা সেফ কাস্টডি আর্টিকেলের জিনিসপত্র নমিনি কে দেওয়ার এবং অন্যান্য ব্যক্তি দের ক্লেমের নোটিস থেকে সুরক্ষার জন্য নিয়ম তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে ।গ্রাহকের মৃত্যুর প্রমাণপত্রের ভিত্তিতে ক্লেম আর্জি জমই পড়ার ১৫ দিনের মধ্যে নমিনিকে লকারের সামগ্রী ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.