- প্রচারের মাঝেই ছেলে ইউভানের ভিডিওতে মজে রাজ
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ রাজ্যে জোর কদমে চলছে নির্বাচনী প্রচার। ইতিমধ্যেই রাজ্যে প্রথম দফার নির্বাচন শেষ। আগামীকাল দ্বিতীয় দফার নির্বাচন। শাসক -বিরোধী কোন রাজনৈতিক দলের প্রার্থীরই নিশ্বাস ফেলারও যেন ফুরসত নেই।
তবু তারই মধ্যে শাসক দলের তারকা প্রার্থী রাজ চক্রবর্তীর মন পড়ে আছে বাড়িতে। আসলে ব্যারাকপুর কেন্দ্র থেকে লড়াই করা টলিউডের প্রখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী মাত্র মাস ছয়েক আগে বাবা হয়েছেন। ছেলে ইউভান রোজ একটু একটু করে বড় হচ্ছে। এমনকি সে নাকি দাঁড়াতেও শিখছে। ছড়ার গান চালিয়ে দিলে দিব্যি তালও দিচ্ছে।
এই সব মুহূর্ত মা শুভশ্রী ভিডিও করে পাঠাচ্ছেন বাবা রাজকে। প্রচারের ব্যস্ত সময় থেকে সময় বের করে ছেলের ইউভানের কীর্তিকলাপ দেখছেন রাজ। একটা নতুন ইনিংসের ফাঁকে এইটাই অক্সিজেন রাজের কাছে।