কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক সহ সমস্ত সম পর্যায়ের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ।আর সেই ফলাফল প্রকাশ হতেই এখন কলেজে ভর্তির চাপ শুরু হয়েছে ।কিন্তু করোনা পরিস্থিতিতে কলেজে ভর্তির প্রক্রিয়া অনেকটাই ধীরে চলছে ।ফলে অনেকক্ষেত্রে দ্রুততার সঙ্গে কাজ করা সম্ভব হচ্ছে না ।আর এই অবস্থায় স্বস্তির খবর শোনাল উচচ শিক্ষা দফতর ।
গত শুক্রবার ছিল ভর্তির আবেদনের শেষ সময়সীমা । কিন্তু দেখা যায় বহু ছাত্রছাত্রী এখনও আবেদন করে উঠতে পারেনি ।এই অবস্হায় নতুন করে বাড়ল সময়সীমা ।ইতিমধ্যেই নয়া এই সিদ্ধান্তের কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তি অনুযায়ী আরও সাতদিন আবেদনের সময়সীমা বাড়ানো হল ।
এই আবেদনের সময়সীমা আরও বাড়িয়ে তোলার সিদ্ধান্ত সমস্ত কলেজ গুলিকে জানিয়ে দেওয়া হয়েছে ।আর সেই মেধাতালিকা প্রকাশের পর ভর্তি প্রক্রিয়া শুরু হবে ।শুধু তাই নয় , শিক্ষা দফতরের তরফে আরও জানানো হয়েছে য , আগামী ১লা অক্টোবর শুরু হবে ক্লাস । তবে সেটি অনলাইনে শুরু হবে নাকি অফলাইনের মাধ্যমে চলবে সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি । তবে পরিস্থিতি বিচার করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে ।