কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
উৎসবের মরসুম যত এগিয়ে আসছে , উদ্দীপনা বাড়ছে সাধারণ মানুষের । সেই সঙ্গে পাল্লা দিয়ে উৎকন্ঠা বাড়ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কারণ এই সময়টাই কোভিডবিধি লঙ্ঘন হবে সবচেয়ে বেশী । ফলে সংক্রমণ বাড়বেই । এদিকে চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ ।স্বাস্থ্য মন্ত্রক তাই এবছরের উৎসব ঘরে বসে পালন করার পরামর্শ দিল ।
কেন্দ্র এও জানিয়েছে , গণ জমায়েত এড়াতে হবে এবং জমায়েতে সামিল হতে হলে করোনার দুটি ডোজের টিকা থাকা জরুরি ।‘ মু ‘নামে এক নতুন ভ্যারিয়েন্টের ওপর এই মুহূর্তে নজর রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । এবছর জানুয়ারিতে কলম্বিয়ায় খুঁজে পাওয়া এই প্রজাতি টিকার বিরুদ্ধেও কার্যকর বলে জানা গিয়েছে । এখনও পর্যন্ত দক্ষিণ আমেরিকা ও ইউরোপের কিছু জায়গায় এর সন্ধান পাওয়া গেছে । এমন কোন ভ্যারিয়েন্ট ভারতের মতো জনবহুল দেশে হাজির হলে তার প্রভাব হতে পারে মারাত্মক ।
গত ২৪ ঘন্টায় ভারতে নতুন সংক্রমণের সংখ্যা ৪৭০৯২ । মৃত্যু হয়েছে ৫০৯ জনের । তৃতীয় ঢেউয়ের প্রকোপ ইতিমধ্যেই কেরলে ছড়িয়ে পড়েছে । গোটা দেশে ছড়িয়ে পড়লেই ফের পুরোনো ভয়াবহ চিত্র দেখা যাবে। তা যাতে না হয় , সে কারণেই হুঁশিয়ারি দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক । দুর্গাপুজো ও দেওয়ালিতে বাড়িতে বসে থাকার পরামর্শ দেওয়া হয়েছে সে কারণেই ।